ইসরাইলের অব্যাহত হামলায় হুমকিতে সিরিয়ার রাসায়নিক অস্ত্রাগার

0
2

ইসরাইলের অব্যাহত বিমান হামলায় হুমকির মুখে পড়েছে সিরিয়ার রাসায়নিক অস্ত্রাগার। বৃহস্পতিবার রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, হামলার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে আশপাশের এলাকা।

গৃহযুদ্ধ কাটিয়ে উঠতে না উঠতেই সিরিয়ায় ওপর একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। মূলত সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করেছে নেতানিয়াহু বাহিনী।

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সিরিয়ার সামরিক বাহিনীর সমরাস্ত্র ভুল হাতে যাওয়া ঠেকাতেই এ হামলা। এছাড়া সিরিয়ায় ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে, দেশটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা ব্যাপকভাবে লঙ্ঘনের জন্য দুঃখ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব।

এদিকে অব্যাহত ইসরাইলি হামলায় হুমকির মুখে পড়েছে সিরিয়ার রাসায়নিক অস্ত্রাগার। বৃহস্পতিবার রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, এসব বিমান হামলার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে আশপাশের এলাকা।

অন্যদিকে, সিরিয়া নিয়ে বৈঠক করতে তুরস্কে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। একই ইস্যুতে যুক্তরাজ্য ও মিশরের সঙ্গে কথা বলেছেন ইরাকি প্রধানমন্ত্রী। এর মধ্যেই সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের সঙ্গে যোগাযোগ করেছে রাশিয়া। সিরিয়ায় থাকা রুশ ঘাঁটিগুলোকে রক্ষা করে একসঙ্গে লড়াই করার আহ্বান জানিয়েছে ক্রেমলিন।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডিফেন্স ফোর্স নিয়ন্ত্রিত রাকা শহরে গোলাগুলির ঘটনাও ঘটেছে। এসডিএফ জানিয়েছে, বিরোধীদের পতাকা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।