নিউজ ডেস্ক:
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, ইরান বিশ্বে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় মদদদাতা দেশ। টোকিওতে শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ইরানের ক্রমাগত অস্ত্র সংগ্রহের প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ওপর নতুন করে অবরোধ আরোপের পর ম্যাটিস এ কথা বললেন।তবে তিনি জানান, মধ্যপ্রাচ্যে সৈন্য সংখ্যা বাড়ানোর কোন পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই। খবর বার্তা সংস্থা এএফপি’র।
চলতি সপ্তাহে ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সমর্থনের কারণে শুক্রবার দেশটির ওপর নতুন করে অবরোধ আরোপ করা হয়।
হুতি বিদ্রোহীরা সম্প্রতি সৌদি আরবের একটি রণতরী লক্ষ্য করে হামলা চালায়।