ইরান-কাতারের কূটনৈতিক সম্পর্কে বাহরাইনের তীব্র নিন্দা !

0
19

নিউজ ডেস্ক:

কাতার-বাহরাইনের মধ্যে ঝগড়ার মাঝেই ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল কাতার সরকার। এ নিয়ে ওই অঞ্চলে নতুন করে ঝামেলা শুরু করেছে।

যদিও কাতারের এই পদক্ষেপ নিয়ে বাহরাইনের পৃষ্ঠপোষক সৌদি আরব সরকারিভাবে কোন মন্তব্য করেনি। তবে বাহরাইনের পক্ষ থেকে কাতারের এই উদ্যোগের তীব্র নিন্দা করা হয়েছে।

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, তেহরানে রাষ্ট্রদূত পাঠিয়ে কাতার আসলে ওই রাষ্ট্র থেকে যত দিক থেকে বাণিজ্যিক সুযোগ নেওয়া সম্ভব তা নিতে চাইছে।
উল্লেখ্য, গত ৫ জুন মিশর, বাহরাইন, সৌদি আরবের সঙ্গে তাল মিলিয়ে বাহরাইনও কাতারের সঙ্গে সমস্ত কূটনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ ছিন্ন করে দেয়।