বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

ইরানের ‘ক্ষেপণাস্ত্র’ ইস্যুতে মন্তব্য না করতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি !

নিউজ ডেস্ক:

ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কোনভাবেই সহ্য করা হবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি। সম্প্রতি দেশটির ক্ষেপণাস্ত্র ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের দেওয়া বিবৃতির প্রতিক্রিয়ায় এমন হুঁশিয়ারি ইরানের।

গত সপ্তাহের শেষ দিকে সৌদি আরব সফরের সময় দেওয়া বিবৃতিতে ইরানের প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধের আহ্বান জানিয়েছিলেন টিলারসন। এদিকে টিলারসনের বক্তব্যকে, শূন্যগর্ভ, ভিত্তিহীন, মিথ্যা এবং চাতুরিপূর্ণ বলেও অভিহিত করেন কাসেমি।  তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র তৎপরতা দেশের জাতীয় নীতি এবং প্রতিরক্ষা কর্মসূচির অন্তর্ভুক্ত। ইরানের প্রতিরক্ষা কর্মসূচির সঙ্গে জড়িত ক্ষেপণাস্ত্র কর্মসূচি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে অবদান রাখছে বলেও তিনি উল্লেখ করেন।

ইরান সর্বশক্তি দিয়ে এবং দৃঢ়তার সঙ্গে এ কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বাহরাম কাসেমি বলেন, এই নিয়ে কাউকে মন্তব্য করার কোনও সুযোগ দেবে না তেহরান।  তিনি কঠোর সমালোচনা করে বলেন, ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা চালিয়ে সন্ত্রাস এবং উগ্রবাদী আদর্শের বিস্তার ঘটায় এমন সব দেশকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছেন টিলারসন।

সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

Similar Articles

Advertismentspot_img

Most Popular