ইরানের অস্ত্রভান্ডারে যুক্ত হল ‘সমুর’ !

0
12

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে চলেছে ইরান। আর তারই জের নতুন ক্ষেপণাস্ত্রের নির্মাণ প্রক্রিয়া শেষ করলেন ইরানের বৈজ্ঞানিকরা।
পরীক্ষামূলক ভাবে উৎক্ষেপণ করা হল সুমর নামের এক অত্যাধুনিক মিসাইলের।

এ ব্যাপারে ইরানের প্রতিরক্ষামন্ত্রী হোসেইন দেঘান জানিয়েছেন, চলতি মাসে আরও কয়েকবার সুমর নামের এই ক্ষেপণাস্ত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাবেন বৈজ্ঞানিকরা। এছাড়া গন্তব্যস্থলে হামলা করার ক্ষমতা বাড়ানোর পাশাপাশি মিসাইলটি যাতে আরও দূরে আঘাত হানতে সক্ষম হয় সে বিষয়েও বিশেষ নজর দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘কাদর’ ও ‘কিয়াম’ নামের দু’টি মিসাইল ইরানের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। এদিন মন্ত্রী আরও জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র সংক্রান্ত বিষয়ে বিশ্বের কোনো দেশের হুমকিকে পরোয়া করবেন না তারা। দেশের সুরক্ষার স্বার্থে ভবিষ্যতে এই ধরনের আরও ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে দেশের সুরক্ষা সংক্রান্ত বিষয়ে দেশের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেন প্রতিরক্ষামন্ত্রী।