নিউজ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কন্যার ইভাংকা ট্রাম্পের কথায় অনুপ্রাণিত হয়ে সিরিয়ার মাটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন৷ এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন খোদ ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিখ ট্রাম্প৷
তার দাবি, এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বাবার উপর প্রভাব খাটিয়েছে ইভাংকা৷ সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেছেন ইভাংকা৷ তার পদটি অবৈতনিক৷ ব্রিটিশ দৈনিক দি টেলিগ্রাফকে এমনই জানিয়েছেন ট্রাম্প পুত্র এরিখ৷ সম্পর্কে এরিখ ও ইভানকা ভাই-বোন৷
এদিকে সিরিয়ার বিমান ঘাঁটিতে চালানো হামলার নির্দেশ দেয়ার ক্ষেত্রে ইভাংকা প্রভাব নিয়ে এর আগেও খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদপত্র সানডে টাইমস৷
উল্লেখ্য সিরিয়ার গৃহযুদ্ধে সেদেশের প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র প্রয়োগের অভিযোগ উঠেছে৷ দেশের উত্তরাঞ্চলে ইদলিব শহরটি সরকার বিরোধী গোষ্ঠীর দখলে৷ সেখানেই রাসায়নিক হামলা চালানো হয়েছে৷ এমনই দাবি বিভিন্ন মানবাধিকার সংগঠনের৷ এই অভিযোগে আলোড়িত বিশ্ব৷
তারপরেই সিরিয়ার মাটিতে ক্ষেপণাস্ত্র হামলা করে মার্কিন যুক্তরাষ্ট্র৷ ফলে ক্ষুব্ধ হয় রাশিয়া৷ সিরিয়ার মাটিতে মস্কো-ওয়াশিংটন সম্পর্ক চরমে গিয়েছে৷ এমন সময় খোদ মার্কিন প্রেসিডেন্টের পুত্রের এমন মন্তব্যে ঘিরে আন্তর্জাতিক মহল সরগম হয়ে উঠেছে ৷