শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

ইবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১১.৪৫ মিনিটে কালো ব্যাজ ধারণ করে প্রশাসন ভবন চত্বর হতে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু হয় । ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ০১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করবেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী ও মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন সমিতি, পরিষদ ও ফোরাম, অনুষদ, হল, বিভাগ, ছাত্র সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন ও ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হম।

উল্লেখ্য, দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি সকাল ১০ টায় ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্বর ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে। অমর ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে আগামী ২১ থেকে ২৩ ফেব্রুয়ারি অনুষদ ভবনের পূর্বপার্শ্বে বাংলা মঞ্চ চত্বরে বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়াও সকাল ১০টা ৩০মিনিটে মাননীয় ভাইস চ্যান্সেলর বইমেলা উদ্বোধন করবেন। বইমেলা চলবে প্রতিদিন সকাল ১০টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এছাড়াও আগামীকাল বিকেল ৩:৩০ মিনিটে বাংলা মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে মাননীয় ভাইস চ্যান্সেলর ‘একুশ আমার অস্তিত্ব’ শিরোনামে প্রকাশিত একুশে সংকলনের মোড়ক উন্মোচন করবেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular