বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ইবিতে “তারুণ্যের” শীতবস্ত্র বিতরণ

শুভ (ইবি প্রতিনিধি)

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন ‘তারুণ্য’ প্রতিবছরের ন্যায় এবছরও তার অন্যতম প্রধান কার্যক্রম শীতবস্ত্র বিতরণ কর্মসূচী সম্পন্ন করেছে।

আজ শনিবার সকাল ১১:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নং রুমে তারুণ্যের শীতবস্ত্র বিতরণ কর্মসূচী শুরু হয় এবং দিনব্যাপী এই অনুষ্ঠান চলতে থাকে।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ইয়াকুব আলী এবং তারুণ্যের উপদেষ্টা প্রফেসর আব্দুল গফুর গাজী। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো আতিকুর রহমান, সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ তাবরিজ খান, সদ্য সাবেক সভাপতি মো মারুফ হোসেন, সদ্য সাবেক সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয়, এবং একঝাঁক নিবেদিতপ্রাণ সুবাসিত ও বর্তমান সদস্যগণ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে প্রায় দেড়শতাধিক পরিবার ও অসহায় শীতার্ত ও ছিন্নমূল শিশুদের মাঝে কম্বল এবং চাদর, সাথে বিভিন্ন বয়সী ৩০ জন শিশুর মাঝে শীতের কাপড় বিতরণ করা হয়।

শুভেচ্ছা বক্তব্যে তারুণ্যের সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা বলেন, কুয়াশাচ্ছন্ন এই পরিবেশ অনেকের কাছে পিঠা পুলির আমেজ হলেও সমাজের নিম্নশ্রেণীর মানুষের কাছে এ যেন এক আতঙ্কের নাম। শীতের এই প্রতিকূলতা মোকাবিলায় শীতার্তদের সাথে সাথে তারুণ্যের এক ঝাক উদ্যমী, পরিশ্রমী, স্বেচ্ছাসেবীও যেন যুদ্ধে নেমে পড়েছে। প্রতিবছরে জনর ন্যায় সংগঠনটি এবারও প্রায় দেড় শতাধিক পরিবারের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ডঃ এম. ইয়াকুব আলী বলেন, দেশ গঠনে তারুণ্যের ভূমিকা অপরিসীম। তারুণ্য শক্তিকে কাজে লাগিয়ে দেশের সংস্কার আনা সম্ভব। এসময় তিনি সামাজিক সংগঠনগুলোর কল্যাণ কামনা করেন এবং সর্বদা সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।

সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, প্রতিষ্ঠাকাল থেকেই তারুণ্য অসহায় মানুষদের কল্যাণে কাজ করে আসছে। ক্যাম্পাস এবং আসেপাশের মানুষদের কাছে তারুণ্য একটি রোল মডেল হিসেবে কাজ করছে। পরিশেষে তিনি তারুণ্যের এই কাজকে আরো গতিশীল করার জন্য তারুণ্যের সকল সদস্যদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি মোঃ আমিনুল ইসলাম বলেন, প্রতিষ্ঠাকাল থেকেই তারুণ্য অসহায় মানুষের পাশে থেকে আসছে। তারুণ্যের মহতি এ উদ্যোগে শুরু থেকে সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে অর্থ সংগ্রহ করেছে। শীতার্ত এই মানুষদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে যারা সহযোগিতা করেছে সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন

Similar Articles

Advertismentspot_img

Most Popular