শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

ইবিতে ‘আত্মমূল্যায়ন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত !

নিউজ ডেস্ক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আত্মমূল্যায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর তত্ত্বাবধায়নে কর্মশালার আয়োজন করেন ইবি বাংলা বিভাগ।

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. রশিদুজ্জামানের সঞ্চালনায় এবং বিভাগের প্রফেসর ড. মোহা. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. রাশিদ আসকারী।

এসময় বিশেষ অতিথি ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নেছার উদ্দিন আহমেদ।

কর্মশালায় বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. আব্দুস সোবহান, বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. গৌতম কুমার দাস। এ সময় বাংলা বিভাগের শিক্ষক, কর্মকর্তা, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. রাশিদ আসকারী বাংলা বিভাগের শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, বিশ্বমানের সাথে তাল মিলাতে হলে আমাদের লাইফ লং সফটওয়্যারের দক্ষতা অর্জন করতে হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular