নিউজ ডেস্ক:
ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে সুমাত্রা প্রদেশের উত্তরাঞ্চলীয় পাদাং সিদেমপুয়ানে রবিবার রাতে আকস্মিক বন্যায় পাঁচজনের প্রাণহানি ও কয়েশ লোক গৃহহীন হয়ে পড়েছে। গতকাল সোমবার দুর্যোগ সংস্থার এক কর্মকর্তা এ কথা জানান।
জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো বার্তা সংস্থা সিনহুয়াকে টেলিফোনে জানান, মুষলধারে টানা বৃষ্টির কারণে বাতাং আয়ুনি নদীর কূলগুলো উপচে ১৭টি বাড়ি ভাসিয়ে নিয়ে গেছে।
তিনি আরও বলেন, কাদাপানিতে বেশ কয়েকটি স্কুলভবনের মারাত্মক ক্ষতি হয়েছে। প্রদেশের কয়েকটি অংশে দুর্গত মানুষকে উদ্ধারের প্রচেষ্টা শুরু হচ্ছে বলেও জানান সুতোপো।