বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ইন্টারন্যাশনাল উইমেন অব ক্যারেজ ২০১৭ ” পুরুস্কার জয়ী শারমিনকে জেলা পুলিশ সুপারের সংবর্ধনা ও সম্মামনা ক্রেষ্ট প্রদান

রিপোর্ট : ইমাম বিমান: ” ইন্টারন্যাশনাল উইমেন অব ক্যারেজ ২০১৭ ” পুরুস্কার জয়ী শারমিনকে ঝালকাঠি জেলা পুলিশ সুপার মো: জোবায়েদুর রহমানের সংবর্ধনা ও সম্মামনা ক্রেষ্ট প্রদান। ঝালকাঠিতে মায়ের বিরুদ্ধে মামলা করে নিজের বাল্য বিবাহ প্রতিরোধে বিশ্ব অালোড়ন সৃষ্টিকারী  শারমিন অাক্তার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ” উইমেন অব ক্যারেজ ২০১৭ ” পুরস্কার অর্জনেরর পর সবাইকে তাক লাগিয়ে নানা প্রতিকুলতার মধ্যেও জীবন যুদ্ধে লড়াকু এই স্কুল ছাত্রীর এবার ২০১৭ সালে এস.এস.সি তে জিপিএ ৪.৩২ পেয়ে উত্তীর্ন হয়ে “এ” গ্রেড পেয়ে সাফল্য অর্জন করায় ঝালকাঠি জেলা পুলিশের পক্ষ থেকে বুধবার ২১ জুন সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মো: জোবায়েদুর রহমান শারমিনের হাতে ফুলের তোড়া দিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়া সংবর্ধনা সহ সন্মামনা ক্রেষ্ট তুলে দেন।  এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ অাব্দুর রাকিব এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ( পিপিএম সেবা পদক প্রাপ্ত)  এম এম মাহমুদ হাসান উপস্থিত ছিলেন।

অাগামীতে একজন অাইনজীবী হওয়ার ইচ্ছা ব্যক্ত করা শারমিনের সফলতা,  কঠোর ভূমিকা পালন সহ বাল্য বিবাহের বিপক্ষে সাহসিকতা,
নানা প্রতিকুলতার মধ্যেও জীবন যুদ্ধে লড়াকু এই স্কুল ছাত্রীর এস.এস.সি তে সফলতা, শুধু দেশেই নয় সাড়া বিশ্বে অালোড়ন সৃষ্টি কারী অন্যায়ের প্রতিবাদকারী শারমিন অাইনজীবী হয়ে দেশের নির্যাতিত নারীর পাশে দাড়ানোই হবে তার একমাত্র ব্রত।

প্রসংঙ্গগত ২০১৫ সালের অাগষ্টের শুরুর দিকে ৩২বছর বয়সী এক পাত্রের সাথে ১৫ বছরের শারমিনের বিয়ে ঠিক করে শারমিনের মা। বাল্য বিয়েতে রাজী না হওয়ায় খুলনায় নিয়ে তাকে পাত্রের সাথে এক ঘরে অাটকে রাখা হয়। সেখান থেকে শারমিন কৌশলে পালিয়ে বাড়ি অাসেন।  বাড়ি অাসার পরও শারমিনের মা অার সেই যুবকের নির্যাতন সহ্য করতে হয় তাকে অবশেষে বিদ্যালয়ের এক সহপাঠির সহযোগীতায় রাজাপুর থানায় শারমিনের মা ও ঐ যুবককে অাসামী করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।  এ নিয়ে দেশ বিদেশের গনমাধ্যমে খবর প্রচার হলে বিষয়টি অালোচনায় উঠে অাসে।
শারমিনের এই অসীম সাহসিকতা ও অদম্য ইচ্ছার স্বীকৃতি হিসেবে গত ৩০মার্চ মার্কিন ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্পের হাত থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ” ইন্টারন্যাশনাল উইমেন অব ক্যারেজ ২০১৭ ”  এর সম্মামনা ক্রেষ্ট গ্রহন করে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular