নিউজ ডেস্ক:
প্রস্তাবিত চতুর্থ প্রজন্মের (ফোরজি) প্রস্তাবিত নীতিমালায় টেলিকম সেবায় ইন্টারনেটের গতির মান এক জিবিপিএস (এক গিগাবাইট পার সেকেন্ড) নির্ধারণ করা হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, ট্রেনে ও মহাসড়কে গাড়িতে চলার সময় ইন্টারনেটের গতি ১০০ এমবিপিএসের (১০০ মেগা বিট পার সেকেন্ড) নিচে নামতে পারবে না। তবে ইন্টারনেটের এই গতি নির্ধারণের বিষয়ে মোবাইল অপাটেরদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনো কেউ মুখ না খুললেও নাম প্রকাশে অনিচ্ছুক অপারেটরের এক শীর্ষ কর্মকর্তা বলেন, এই গতি নির্ধারণের ফলে গ্রাহকের বর্তমানের খরচের চেয়ে দশগুণ বেড়ে যাবে। অপারেটরা এতে বিনিয়োগ করলেও খরচ বেড়ে যাওয়ার কারণে গ্রাহকরা সেবা নিতে চাইবেন না। ফলে এটি তাদের জন্য ব্যবসা সফলও হবে না।