নিউজ ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে শুক্রবার যখন মাঠে নামে তখন ইংলিশ পেস তারকা জেমস অ্যান্ডারসনের নামে পাশে ২৯৯টি উইকেট। অর্থাৎ আর একটি উইকেট পেলেই ঘরের মাঠে প্রথম ইংলিশ বোলার হিসেবে ঘরের মাঠে ৩০০ টেস্ট উইকেট নেয়ার অনন্য এক কীর্তি গড়বেন তিনি। অ্যান্ডারসন অবশ্য বেশি দেরি করেনি সেটা করতে। দলীয় ১৮ রানে ডিন এলগারকে ফিরিয়ে দিয়েই ইতিহাসে ঢুকে পড়েন তিনি।
শুক্রবার ট্রেন্টব্রিজ টেস্টে নামার আগে ১২৩টি টেস্ট ম্যাচ খেলেছেন অ্যান্ডারসন। পকেটে পুরেছেন ৪৭০টি উইকেট। ২০০৩ সালে লর্ডসে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হওয়ার পর গতকালের উইকেটটি নিয়ে তার শিকারের সংখ্যা দাঁড়াল ৪৭১টি।