ইতালিতে সাবেক মন্ত্রীদের সাথে কুমিল্লা সমিতির মতবিনিময় !

0
52

নিউজ ডেস্ক:

ইতালি সফররত বৃহত্তর কুমিল্লার কৃতি সন্তান সাবেক প্রতিমন্ত্রী, ক্যাপ্টেন তাজুল ইসলামের সাথে মতবিনিময় সভা করেছে ইতালিস্থ বৃহত্তর কুমিল্লা সমিতি।

গত শুক্রবার সন্ধ্যায় বৃহত্তর কুমিল্লা সমিতির পক্ষ থেকে তরপিনাত্তারায় সুন্দরবন রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহত্তর কুমিল্লা সমিতির সহ সভাপতি জসিম উদ্দিন মজুমদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী এ বি তাজুল ইসলাম, এম পি,। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমিন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আ. সোবহান সিকদার,ইউরোপ আওয়ামীলীগের সহ সভাপতি কে এম লোকমান হোসেন।

আরও উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতির সহ সভাপতি মাহবুব ,সহ সাধারণ সম্পাদক শেখ মামুন, এ আর আহমেদ তপু, আবু সাঈদ ভূঁইয়া, মহিলা সম্পাদিকা বাবলী ইউসুফ সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। বৃহত্তর কুমিল্লা সমিতির পক্ষ অতিথি মন্ডলীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। শেষে অতিথিবৃন্দ নৈশভোজে অংশগ্রহণ করেন।