ইতালিতে বরিশালবাসীর বনভোজন !

0
33

নিউজ ডেস্ক:

ইতালির রাজধানী রোমে গত ১০ সেপ্টেম্বর বার্ষিক বনভোজনের আয়োজন করে বরিশাল বিভাগ সমিতি। তুমুল বৃষ্টি উপেক্ষা করে রোম থেকে তিন শতাধিক প্রবাসী এই বনভোজনে অংশ নেন।

সকাল থেকে মুষলধারে বৃষ্টির কারণে বাস ছাড়তে দেরি হলেও সময়মতো সবাই পিকনিক স্পট লাগো দি ভিকো পৌঁছান। পথিমধ্যেই সকালের নাস্তা সারা হয়। দর্শনীয় স্থান লাগো দি ভিকো পৌঁছতেই সবাই যে যার মতো ঘুরতে বেরিয়ে যান।

একদিকে ভোজনের প্রস্তুতি, অন্যদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। পুরো বনভোজনের আয়োজনে মূল আকর্ষণ ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আ. সোবহান সিকদার। তিনি বলেন, আমি এ আয়োজন মুগ্ধ। নিজেকে বরিশালবাসী হিসাবে গৌরববোধ করি। বরিশালের প্রবীন ব্যক্তিদের যে সম্মান দেয়া হয়েছে তা সত্যিই অসাধারণ।

অনুষ্ঠানে কূপন পরিচালনা করেন বানরীপাড়ার কৃতি সন্তান সাংবাদিক রিপন খান। বরিশাল বিভাগ সমিতির সভাপতি নজরুল ইসলাম মাঝী উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।