বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ইজিবাইকচালককে শ্বাসরোধ করে হত্যা!

নিউজ ডেস্ক:ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় উত্তম ঘোষ (৪৫) নামের এক ইজিবাইকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্বাসরোধ করে হত্যার পর লাশটি ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। নিহত উত্তম ঘোষ ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান ঘোষপাড়ার কানাই ঘোষের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, শহরের ভুটিয়ারগাতি এলাকার মহাসড়কের পাশে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে হাসপাতালের মর্গে যেয়ে স্বজনেরা লাশটি শনাক্ত করেন। তিনি বলেন, দুর্বৃত্তরা অন্য কোথাও তাঁকে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি এখানে ফেলে রেখে যায়। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা পুলিশ জানাতে পারেনি। স্বজনদের ধারণা, ইজিবাইক ছিনতাই করতেই দুর্বৃত্তরা তাঁকে হত্যা করতে পারে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular