নিউজ ডেস্ক:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় কিশোরগঞ্জ ইকোনমিক জোন (কেইজেড) প্রতিষ্ঠা করছে বেসরকারি খাতে দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপ।
গতকাল সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পক্ষ থেকে কেইজেডকে প্রাক-যোগ্যতা সনদ দেওয়া হয় বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলায় ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়ক সংলগ্ন প্রায় ৯১ দশমিক ৬৩ একর জমির ওপর এ জোন হবে বেসরকারি খাতে ১৬তম ইকোনমিক জোন। এ জোন প্রতিষ্ঠিত হলে প্রথম বছরে ২ হাজার এবং পরে ৫ বছরে ক্রমান্বয়ে ২০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।
কিশোরগঞ্জ ইকোনমিক জোন হাওর অঞ্চলের প্রবেশদ্বার ভৈরবের কাছে অবস্থিত হওয়ায় সহজে বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রাক-যোগ্যতা সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব (এসডিজি) আবুল কালাম আজাদ বলেন, সরকার বিনিয়োগবান্ধব। সেজন্য সরকারি কর্মচারীরা বিনিয়োগবান্ধব। আমরা লাল ফিতার দৌরাত্ম দেখতে চাই না, সেই ফিতাই ফেলে দিতে চাই, সাদা ফিতা নিয়ে চলতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নেওয়ার জন্য গতিশীল নেতৃত্ব দিচ্ছেন। এর আগে বেপজাসহ বেশকিছু জোন করা হয়েছে। তাতে কয়েকশ একর জায়গার বেশি হবে না। কিন্তু বেজা কারখানা করার জন্য ইতিমধ্যে কয়েক হাজার জমি নিয়েছে। রাজনৈতিক নেতৃত্ব, উদ্যোগ ও সহায়ক শক্তির কারণে এসব সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, ইকোনমিক জোনে ওয়ান স্টপ সার্ভিস দেওয়া হচ্ছে। এটা মুখের কথা না, বাস্তব। আইন এখনো পাস হয়নি, কিন্তু কাজ চলছে।
অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিয়ে তিনি বলেন, জোনে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাকডেটেড কোনো প্রযুক্তি নয়, হালনাগাদ প্রযুক্তি ব্যবহার করতে হবে। এ জোনের মাধ্যমে কিশোরগঞ্জ এলাকার মানুষের মুখে হাসি ফুটবে, আর্থ-সামাজিক উন্নয়ন হবে।
অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- নিটল-নিলয় গ্রুপ ও কেইজেডের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ, বেজার নির্বাহী সদস্য মো. হারুনুর রশিদ প্রমুখ।