ইউপিএমআইএসএ’র নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ!

0
49

নিউজ ডেস্ক:

আগামী এক বছরের (২০১৭) জন্য ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (ইউপিএমআইএসএ) নবনির্বাচিত কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের এ নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নবনির্বাচিত হন বাংলাদেশী পিএইচডি গবেষক মো. আবদুল বাশির।

বুধবার বিশ্ববিদ্যালয়ের দেওয়ান তাকলিমাত সেরদাং হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করা হয়।

বেষ্ট কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে বিশেষ সন্মাননা স্মারক দেয়া হয় বাংলাদেশের সাবেক কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও নবনির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট মো. আবদুল বাশিরকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার স্টুডেন্ট এ্যাফেয়ার্স এন্ড এ্যালামনাই’র ডেপুটি ভাইস চ্যান্সেলর প্রফেসর দাতু ড. মোহাম্মাদ সাতার সাব্রান।

বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার স্কুল অফ গ্র্যাজুয়েট স্টাডিজের ডেপুটি ডীন প্রফেসর ড. নূর আইনি আব্দুস শুকুর, ইউপিএমআইএসএ’র সদ্য সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ সানি উসমান, ইউপিএমআইএসএ’র নব নির্বাচিত প্রেসিডেন্ট ফারকাদ আল মুসায়ি, ইউপিএমআইএসএ’র নব নির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট মো. আবদুল বাশির।

এছাড়াও উপস্থিত ছিলেন ইলেকশন কমিটির চেয়ারম্যান আতিক আহমেদ বেহান (পাকিস্তান), জেনারেল সেক্রেটারি উসমান আবু বকর (নাইজেরিয়া), ফিনেন্সিয়াল সেক্রেটারি ইসাতউ হায়দারা (গাম্বিয়া), মিডিয়া এন্ড কমিউনিকেশন মোহাম্মাদ ইশরাক জামান (বাংলাদেশ), সদস্য মেহেরনাজ ফাহিমিরাদ (ইরান), মুনতাসির (ইরাক), বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আরাফাত হোসাইন রিয়াজ, মোহাম্মাদ সাহাবুদ্দিন, আরশেদ নিপ্পন, এহসানুল হক খান শুভ, মোহাম্মাদ সাঈদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।