চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার একটি অভিজাত হোটেলে এ সভা আহ্বান করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু। এরপর পূর্ববর্তী সভার রেজ্যুলেশন পাঠ ও অনুমোদন করেন দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস। কর্মসূচি অনুযায়ী এবারের সভায় পূর্বের গৃহীত কর্মসূচি সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য-সংগ্রহ কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন করা হয়। সেই সঙ্গে জেলার চার উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড কমিটিসমূহ দ্রুত গঠন করে সম্মেলনের প্রস্তুতি নেওয়ার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়।
এ বিষয়ের ওপর বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার বলেন, জেলার চার উপজেলার মধ্যে সদর ও আলমডাঙ্গা উপজেলার সব ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠন সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে সদর উপজেলার একটি ও আলমডাঙ্গা উপজেলার ছয়টি ইউনিয়ন কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাকি ইউনিয়নগুলোতে দ্রুত সম্মেলন আয়োজনের জন্য স্ব স্ব সাংগঠনিক নেতাদের তড়িৎ পদক্ষেপ নিতে বলা হয়েছে।
সহসভাপতি আলী আজগার টগর এমপি বলেন, ‘যেকোন প্রকার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জেলার সব উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। দলে যেন অনুপ্রবেশকারী, বিতর্কিত ব্যক্তি, কোনো অপকর্মকারী কমিটিতে স্থান না পায়, সে ব্যাপারে নেতৃবৃন্দকে সজাগ ও সতর্ক থাকতে হবে।’
সহসভাপতি নজরুল মল্লিক বলেন, ‘দলে কোন হাইব্রিড নেতার ঠাঁই হবে না। কিছু মানুষের কারণে আমাদের দলের দুর্নাম হতে পারে না। তাই এ ব্যাপারে দলের সব পর্যায়ের নেতা-কর্মীকে সজাগ থাকতে হবে।’
এ ছাড়া দেশের বর্তমান পরিস্থিতি ও চুয়াডাঙ্গা জেলার সমসাময়িক অবস্থার ওপর বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি আলী আজগার টগর (এমপি), নাসির উদ্দীন আহম্মেদ, খুস্তার জামিল, নজরুল মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, মাসুদ উজ্জামান লিটু প্রমুখ।
এ ছাড়াও চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, চার উপজেলা ও পৌর কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতারা বক্তব্য দেন।