ইউনিস্যার রাজশাহীর নতুন কমিটি গঠন

0
14
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাবি :
সেচ্ছাসেবী সংগঠন ইউনিস্যাবের রাজশাহীর আঞ্চলিক নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬ সন) গঠিত হয়েছে।
কমিটিতে আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পেয়েছেন মো. শিহাব মিয়া। বুধবার (২২ জানুয়ারি) রাজশাহী বিভাগের সাবেক আঞ্চলিক সম্পাদক আখতারুজ্জামান বাবু-এর নেতৃত্বাধীন একটি বিশেষজ্ঞ টিম (২০২৫-২৬) এ কমিটি ঘোষণা করেন।
এছাড়াও, সংগঠনের বিভিন্ন কার্যক্রমের সমন্বয় ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন মোহাম্মদ বাধন ও জারিন তাসনিম কেয়া। তাদের দায়িত্ব গুলো হলো ইভেন্টগুলোর সঠিক পরিচালনা, সদস্যদের উন্নয়ন এবং স্থানীয় কমিউনিটির সাথে সংযোগ স্থাপন।
নতুন এ কমিটিতে নিয়োগ পেয়েছেন ৩৫ জন সদস্য, যারা রাজশাহী বিভাগের যুবসমাজের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং জনকল্যাণমূলক কার্যক্রমে নেতৃত্ব দেবেন।
নতুন কমিটি রাজশাহী বিভাগের যুবসমাজের জন্য এই ধরনের ইভেন্টগুলির আয়োজন আরও বেশি পরিকল্পনা এবং সৃজনশীলতার সাথে পরিচালনা করবে। তারা অ্যাডমিনিস্ট্রেশন, রিসোর্স প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, ব্র্যান্ডিং অ্যান্ড প্রোমোশন, ডকুমেন্টেশন, এক্সটার্নাল অ্যাফেয়ার্স, মিডিয়া অ্যান্ড পাবলিকেশনস, লজিস্টিকস অ্যান্ড সাপোর্ট, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং কালচারাল অ্যাফেয়ার্স—এই ৯টি উইংয়ের মাধ্যমে সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যাবে বলে জানান সদস্যরা।
নবনির্বাচিত আঞ্চলিক সম্পাদক মোঃ শিহাব মিয়া বলেন, “ইউনিস্যাব রাজশাহী বিভাগ, তরুণদের নেতৃত্ব বিকাশের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করেছে। আমরা তরুণ প্রজন্মের  দক্ষতা উন্নয়ন এবং সামাজিক দায়িত্বের বিকাশের মাধ্যমে দেশ ও সমাজের প্রতি তাদের অবদান নিশ্চিত করতে চাই।” তিনি আরও জানান, “এই কমিটি তাদের স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে সমাজে পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ।”
এছাড়াও, নতুন কমিটি অতিসত্বর সদস্য সংগ্রহ প্রক্রিয়া শুরু করবে, যার মাধ্যমে তারা আরও তরুণদের যুক্ত করে ইউনিস্যাবের কার্যক্রমকে আরো শক্তিশালী করা হবে।
উল্লেখ্য, এই সংগঠনটি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে যুবসমাজের দক্ষতা উন্নয়ন এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে। ইউনিস্যাবের রয়েছে বেশ কিছু সিগনেচার ইভেন্ট, যা গত বছরগুলোর মধ্যে বিশেষভাবে পরিচিত এবং সফল। ঈদ ফর স্ট্রিট চিলড্রেন থেকে শুরু করে আরইউ ট্যালেন্ট হান্ট, উইক ফর হিউম্যানিটি থেকে স্কিল ইট—প্রতিটি ইভেন্টই তরুণদের লক্ষ্যে পৌঁছাতে বিভিন্ন সামাজিক কার্যক্রম এবং উদ্যোগের মাধ্যমে রাজশাহী বিভাগের সবার জন্য একটি অনন্য জায়গা করে দিয়েছে।