বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

ইউটিউবে সবচেয়ে বেশি দেখা ভিডিও ‘দেসপাসিতো’ !

নিউজ ডেস্ক:

স্প্যানিশ ভাষায় গাওয়া ‘দেসপাসিতো’ নতুন রেকর্ড গড়েছে। ইউটিউবে সবচেয়ে বেশি দেখা ভিডিওর জায়গা দখল করেছে এটি। ইউটিউব কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এ পর্যন্ত তিন বিলিয়নেরও বেশি বার ইউটিউবে ‘দেসপাসিতো’ গানটির মিউজিক ভিডিও দেখা হয়েছে।

এতদিন রেকর্ডটি ছিল বিজ খলিফা ও চার্লি পুথের গাওয়া ‘সি ইউ এগেইন’ এর দখলে।  ‘দেসপাসিতো’ ইউটিউবে আরেকটি রেকর্ড করেছে। দর্শকদের সবচেয়ে ‘লাইক’ পাওয়া ভিডিও হওয়ার মর্যাদা পেয়েছে এটি।

বিশ্বজুড়ে এ বছর আলোচিত গানগুলোর একটি ‘দেসপাসিতো’। গত ১২ জানুয়ারি মুক্তি পাওয়া গানটি গেয়েছেন পুয়ের্তো রিকোর সঙ্গীতশিল্পী লুইস ফনসি ও ড্যাডি ইয়াংকি। মুক্তি পাওয়ার ১০ সপ্তাহের মধ্যেই এটি আমেরিকার সেরার জায়গা দখল করে। এমন ঘটনা শেষ ঘটেছিল ১৯৯৬ সালে।

গানটির রিমিক্স ভার্সনে দেখা গেছে কানাডার জনপ্রিয় সঙ্গীতশিল্পী জাস্টিন বিবারকেও। রাজনৈতিক প্রচারে ছবিটি আরেকটি রিমিক্স ভার্সন তৈরি করেছিল ভেনেজুয়েলা। অন্যদিকে মালয়েশিয়া ‘অশ্লীল শব্দ’ থাকায় গানটি নিষিদ্ধ করে। ‘দেসপাসিতো’র আরবি ভার্সনও এখন আলোচনায়। ওমানের এক র‍্যাপ সঙ্গীতশিল্পী দেশে বিদ্যমান যৌতুক প্রথাকে ব্যাঙ্গ করে গানটি গেয়েছেন। গত ২৫ জুলাই এর মিউজিক ভিডিও ইউটিউবে ছাড়ার পর এ পর্যন্ত তা ২৭ লাখেরও বেশি বার দেখা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular