বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

ইউটিউবে ঝড়ের বেগে চলছে রংবাজ !

নিউজ ডেস্ক:

আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে আব্দুল মান্নান পরিচালিত ‘রংবাজ’ ছবি। তবে এই সিনেমার একটি গান গত রবিবার বিকাল সাড়ে ৪টায় ইউটিউবে প্রকাশ করা হয়েছে।

‘ঘুম আমার’ শিরোনামের ওই গানটিতে ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গে রয়েছেন হালের আলোচিত অভিনেত্রী বুবলি।

রোম্যান্টিক গানটি প্রকাশের তিনদিন পার না হতেই প্রায় ১২ লাখ (১১ লাখ ৮৮ হাজার ৭০০) দর্শক দেখে ফেলেছেন!
এছাড়া সাড়ে ১১ হাজার লাইকের পাশাপাশি ইতোমধ্যে কমেন্ট পড়েছে দুই হাজার ৬৯টি, যার প্রায় সবগুলোই প্রশংসাসূচক। এমনকি গানটির লোকেশন নিয়েও প্রশংসা করেছেন শাকিব-বুবলির ভক্তরা।

ভারতের জুবিন ও প্রশমিতার গাওয়া এ গানটিতে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা বুবলীর নজরকাড়া লুক আর সুইজারল্যান্ডের মনোরম দৃশ্যের রোম্যান্স দর্শকদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে।

অফিশিয়াল ট্রেলারেও বাজিমাৎ করেছে ‘রংবাজ’। সবার কাছেই প্রায় ৫ মিনিটের সেই ট্রেলার প্রশংসিত হয়।

‘রংবাজ’ ছবিটি প্রযোজনা করেছে রুপরঙ ফিল্মস। এতে শাকিব খান ও বুবলী ছাড়াও আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, সাদেক বাচ্চু, অমিত হাসান, নূতন ও শিবা শানু প্রমুখ।

‘ঘুম আমার’ গান :

Similar Articles

Advertismentspot_img

Most Popular