ইউজিসি-ইউনিভার্সিটি অব উলংগং একসঙ্গে কাজ করবে !

0
29

নিউজ ডেস্ক:

গবেষণা ও প্রশিক্ষণে সহযোগিতা, শিক্ষা এবং প্রশাসনিক বিষয়ে অভিজ্ঞতা আদান-প্রদানসহ এক সাথে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় ও অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব উলংগং কাজ করবে। এই লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও ইউনিভার্সিটি অব উলংগং এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, ইউজিসি এবং ইউনিভার্সিটি অব উলংগং এর মধ্যে সহযোগিতামূলক গবেষণা, ইনোভেশন এবং প্রশিক্ষণের বিষয়ে গত ২২মে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লার নেতৃত্বে চার সদস্যের এক প্রতিনিধিদল ইউনিভার্সিটি অব উলংগং পরিদর্শন করেন। ইউজিসির পক্ষে সচিব ড. মো. খালেদ, এবং উলংগং এর পক্ষে বিশ্ববিদ্যালয়টির ডেপুটি ভাইস-চ্যান্সেলর (গ্লোবাল স্ট্রাটেজি) ডেপুটি ভাইস-চ্যান্সেলর (গ্লোবাল স্ট্রাটেজি) প্রফেসর এলেক্স ফ্রিনো সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক অনুযায়ী দুটি প্রতিষ্ঠান গবেষণা ও প্রশিক্ষণে সহযোগিতা, শিক্ষা এবং প্রশাসনিক বিষয়ে অভিজ্ঞতা আদান প্রদান এবং একই সাথে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ও ইউনিভার্সিটি অব উলংগং এর মধ্যে পরিচালিত কার্যক্রমসমূহ গতিশীল করবে। সমঝোতা স্মারকটি অনতিবিলম্বে কার্যকর হবে ও ২০২২ সালের মে মাস পর্যন্ত কার্যকর থাকবে এবং এটি পরবর্তী মেয়াদের জন্য নবায়নযোগ্য হবে