বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ইউজারকে চমক দিতে নতুন ব্রাউজার আনছে স্ন্যাপচ্যাট !

নিউজ ডেস্ক:

ইউজারদের সার্চ এক্সপিরিয়েন্সকে আরও উন্নত করতে যাচ্ছে চ্যাটিং অ্যাপ স্ন্যাপচ্যাট। ছবি এবং ভিডিওর মাধ্যমে অনুসন্ধানকে আরো সহজ করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। এক ব্লগ পোস্টে সংস্থাটি জানায়, নতুন ‘স্টোরিজ’ ফিচার তৈরি করে এতে সার্চ অপশন আনা হবে। আর এতে ব্যবহার করা হবে মেশিন লার্নিং টেকনোলজি।

স্ন্যাপচ্যাটে যেসব ছবি এবং ভিডিও পোস্ট করা হয় সেগুলোকে ‘স্ন্যাপস’ বলে। অ্যাপটির ‘আওয়ার স্টোরি’ অপশনে এগুলো পোস্ট করা হয়ে থাকে। এর মাধ্যমে ইউজার স্লাইড শো পোস্ট করতে পারেন যা ২৪ ঘণ্টা পর নিজে থেকে ডিলিট হয়ে যায়। নতুন সার্চ ফিচারের মাধ্যমে গ্রাহক এসব ছবিই সার্চ করতে পারবেন বলে জানানো হয়।

এদিকে সম্প্রতি ফেসবুকসহ ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপেও একই ফিচার চালু করা হয়েছে। তবে, ফিচার কপি করার কথা ফেসবুক বরাবর অস্বীকার করে আসছে। উল্লেখ্য, বর্তমানে স্ন্যাপচ্যাটের ১০ কোটির বেশি অ্যাক্টিভ ইউজার রয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular