নিউজ ডেস্ক:
বিশ্বের উন্নত শহরগুলোর তালিকায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নাম বেশ ওপরের দিকেই আছে। কিন্তু এমন শহরেও বেশ দাপটের সঙ্গেই ঘুরে বেড়ায় ইঁদুর। আর ইঁদুরের অত্যাচারে অতিষ্ঠ নিউইয়র্কের শহর কর্তৃপক্ষ ভাবছে নতুন পদ্ধতির কথা। সেটি হলো ইঁদুরের জন্মনিয়ন্ত্রণ!
২০১৫ সালে ইঁদুরের অত্যাচার বন্ধে নিউইয়র্ক শহর কর্তৃপক্ষ প্রায় ৩০ লাখ ডলার বিনিয়োগ করেছিল। ওই বছর ইঁদুর–সংক্রান্ত অভিযোগ এসেছিল ২৪ হাজারেরও বেশি। একসময় মনে হচ্ছিল ইঁদুরের সঙ্গে যুদ্ধে মনে হয় হেরেই যাবে মানুষ।
সেই অভিজ্ঞতা মাথায় রেখে এখন ইঁদুরের সংখ্যা কমিয়ে আনতে নতুন পদ্ধতি ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে শহর কর্তৃপক্ষ। অ্যারিজোনাভিত্তিক কোম্পানি সেনেসটেক এ কাজে সহায়তা করছে। তরল পদার্থের একটি নতুন ধরনের টোপ তৈরি করা হচ্ছে, যা দিয়ে ইঁদুরগুলোকে বন্ধ্যা করে দেওয়া যাবে। তবে কোম্পানিটি দাবি করছে, এটি বিষাক্ত নয় এবং পরিবেশের কোনো ক্ষতি করবে না।
শহর কর্তৃপক্ষের স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, নিকট ভবিষ্যতেই এর পরীক্ষামূলক ব্যবহার চালানো হবে। তবে কবে, তা নির্দিষ্ট করেননি তিনি।
এর আগে নিউইয়র্কে ইঁদুরের সংখ্যা কমাতে ২০১৫ সাল থেকে টোপ লাগানো জলাধার ব্যবহার করা হতো। বর্তমানে শহরটিতে কয়েক ডজন এমন জলাধার আছে।
কিন্তু নিউইয়র্কে মোট কত ইঁদুর আছে? কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানবিদ জোনাথন ওয়েরবাখের অনুমান, সংখ্যাটি প্রায় ২০ লাখ। তবে শহর কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানকার ইঁদুরের সঠিক সংখ্যা নির্ণয় করার কোনো নিখুঁত বৈজ্ঞানিক পদ্ধতি নেই।