নিউজ ডেস্ক:
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট ভবনে দলটির কার্যক্রম উদ্বোধন হচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভবনটি দলীয় কর্মকাণ্ডের জন্য উদ্বোধনী ঘোষণা করবেন বলে জানা গেছে।
গত ১৪ জানুয়ারি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রাজনৈতিক কার্যালয়ে এসে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট্রের নামে কেনা ভবনটি পরিদর্শন করেন। সভাপতির কার্যালয় সংলগ্ন নতুন ভবনটির অবস্থান। ভবনটি মূলত বঙ্গবন্ধু ট্রাস্ট্রের নামে কেনা হলেও এখান থেকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে।
কার্যালয়টিতে সভাপতি-সাধারণ সম্পাদকের জন্য পৃথক পৃথক রুমসহ দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্য এবং কার্যনির্বাহী সদস্যদের জন্য পৃথক পৃথক রুম বরাদ্দ করা হয়েছে।
গত ১৩ ডিসেম্বর পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ভবনটিতে মিলাদ ও দোয়ার আয়োজন করে আওয়ামী লীগ। এতে উপস্থিত ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দিপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান প্রমুখ।
ধানমন্ডি ৩/এ-তে অবস্থিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় সংলগ্ন ব্যক্তি মালিকানাধীন এই ভবনটি গত বছর বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট্রের নামে ক্রয় করা হয়। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নতুন ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত আপাতত ভবনটিতে আওয়ামী লীগের কার্যক্রম চালানোর সিদ্ধান্ত হয়।