আসিয়ান প্রতিষ্ঠার ৫০ বছর পালন অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী !

0
20

নিউজ ডেস্ক:

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহের সংগঠন আসিয়ানের (এএসইএএন) সাথে বাংলাদেশের সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংগঠনটির সেক্টরাল ডায়লগ পার্টনার হওয়ার বিষয়ে বাংলাদেশের উদ্যোগের প্রতি আসিয়ানভুক্ত দেশসমূহের সমর্থন প্রত্যাশা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

আসিয়ান প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে ঢাকাস্থ থাইল্যান্ড দূতাবাসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই সমর্থন প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে আসিয়ানের সদস্য দেশসমূহের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং দূতাবাসের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকাস্থ কূটনৈতিক কোরের সদস্যবৃন্দও এই উদযাপনে যোগ দেন।

উল্লেখ্য, আসিয়ানের সদস্যসমূহ হলো- মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, ব্রুনেই দারুসসালাম এবং ফিলিপাইন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিয়ানের ৫০ বছর পূর্তি উপলক্ষে সংশ্লিষ্ট দেশসমূহের সরকার এবং জনগণকে শুভেচ্ছা জানিয়ে বিগত ৫০ বছরে সংগঠনটির অর্জিত উল্লেযোগ্য সাফল্যের প্রশংসা করেন। এ অঞ্চলের উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন, শান্তি এবং প্রগতি অর্জনে আসিয়ানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শান্তি, নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়ন অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ এবং আসিয়ানের লক্ষ্য ও অনুসৃত নীতি অভিন্ন। বাংলাদেশ আসিয়ানভূক্ত দেশগুলোর সাথে রাজনৈতিক, বাণিজ্য, অর্থনীতিতে এবং সাংস্কৃতিক যোগাযোগের সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী।

আসিয়ান ঢাকা কমিটির প্রধান হিসাবে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত এ উপলক্ষে বক্তব্য দেন। আসিয়ানের ঢাকাস্থ ৮টি দেশের দূতাবাস এ উপলক্ষে একটি ফুড ফেস্টিভালের আয়োজন করে। প্রতিমন্ত্রী সকল স্টল পরিদর্শন করেন এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।