বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

আশা শিক্ষা কর্মসূচি কর্তৃক অভিভাবক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

আশা শিক্ষা কর্মসূচি কর্তৃক ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে একটি অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) নড়াইল জেলার গোবরা অঞ্চলের শেখহাটি ব্রাঞ্চ ভিত্তিক শেখহাটি তপন ভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শেখহাটি তপন ভাগ যুক্ত হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আজম আলী খান, সহকারী শিক্ষকবৃন্দ, আশার এডুকেশন অফিসার-মোঃ আব্দুল্লাহ আল মামুন, রিজিওনাল ম্যানেজার-খন্দকার দেলোয়ার হোসেন, আশার ব্রাঞ্চ ম্যানেজার, শিক্ষা সুপারভাইজার ও এলাকার শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আশা শিক্ষা কর্মসূচি প্রাথমিক শিক্ষাকে শক্তিশালী করার লক্ষ্যে সমাজের নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানদের স্কুল পরবর্তী শিক্ষা সেবা প্রদানের লক্ষ্যে ২০১১ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে। যা বর্তমানে “আশা শিক্ষা কর্মসূচি” নামে পরিচিত। এই সেবার পরিধি বৃদ্ধি করার লক্ষ্যে ২০২৩ সালে ১০টি হাইস্কুলে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ২০২৪ সালে ৬০ টি জেলায় ৬২ টি হাইস্কুলে এই কার্যক্রম চলমান আছে।

সভায় আশার এডুকেশন অফিসার তার বক্তব্যে বলেন- সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মান উন্নয়নে, ঝরে পড়া রোধ করতে, ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃত শিক্ষার আলো দিতে, নতুন একটি শিক্ষা সমাজ বিনির্মানের লক্ষ্যে আশা শিক্ষা কর্মসূচি তার কার্যক্রম সমগ্র বাংলাদেশে একযোগে কাজ করে যাচ্ছে। এসময় তিনি আরো বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের একযোগে কাজ করার কথা বলেন। এছাড়াও সভায় অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আশার রিজিওনাল ম্যানেজার এবং অন্যান্য শিক্ষানুরাগী ব্যক্তিবর্গরা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular