নিউজ ডেস্ক:
রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গিবিরোধী অভিযানের পর আত্মসমর্পণকারী ৪ জনসহ ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১১টার দিকে সন্ত্রাসবিরোধী আইনে দক্ষিণ খান থানায় এ মামলাটি দায়ের করা হয়।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র সাহা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার রাজধানীর আশকোনার ভয়ঙ্কর জঙ্গি আস্তানায় ‘অপারেশন রিপল ২৪’ নামের পুলিশি অভিযানে নারীসহ দুই জঙ্গি নিহত হয়। প্রায় ১২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর ওই অভিযানে আটক করা হয় নিহত শীর্ষ জঙ্গি জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার শিলাসহ চারজনকে।
নিহতদের একজন সম্প্রতি পুলিশি অভিযানে নিহত শীর্ষ জঙ্গি তানভীর কাদেরীর ছেলে শহীদ কাদেরী, অন্যজন পলাতক জঙ্গি সুমনের স্ত্রী।