ফিলিস্তিনি কর্তৃপক্ষ কাতারের আল জাজিরা টেলিভিশনের সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। বুধবার দেশটির সংবাদ সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে।
কারণ হিসেবে ওয়াফা বলছে, চ্যানেলটি ‘উস্কানিমূলক’ খবর সম্প্রচার করেছে। এর ফলে দেশটির সংস্কৃতি, অভ্যন্তরীণ এবং যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রীরা যৌথভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, আল জাজিরা সম্প্রচারিত কিছু বিষয় ‘প্রতারণা’ এবং ‘বিভাজন সৃষ্টিকারী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে বিশেষ কোনো বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া হয়নি ওই প্রতিবেদনে।
যদিও ১ জানুয়ারি এ বিষয়ে আশঙ্কা প্রকাশ করে স্বয়ং আল জাজিরা জানায়, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ওয়েস্ট ব্যাংকে সম্প্রচার বন্ধ করতে চলেছে। একইসাথে ওয়েস্ট ব্যাংকে তাদের অফিস বন্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দাও জানায় আল জাজিরা।