বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

আল্লামা শফী মালয়েশিয়ার হাসপাতালে ভর্তি !

নিউজ ডেস্ক:

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীকে রুটিন চেকআপের জন্য স্থানীয় সময় গত রবিবার দুপুরে মালয়েশিয়ার কুয়ালালামপুরের প্রিন্সকোট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আল্লামা শাহ আহমদ শফীর প্রেস সচিব ও হেফাজত ইসলামের প্রচার সম্পাদক মাওলানা মুনির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মাওলানা মুনির আহমেদ জানান, বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতার কারণে চিকিৎসকদের পরামর্শে তাঁকে মালয়েশিয়ার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এ সময় এই প্রচার সম্পাদক আল্লামা শফীর পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চান।

উল্লেখ্য এর আগে ২০১৫ সালে আরেকবার গুরুতর অসুস্থ হয়েছিলেন আল্লামা শফী। ওই সময়ে তাঁর অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম নগরের সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চ (সিএসসিআর) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হয়েছিল।

Similar Articles

Advertismentspot_img

Most Popular