আলোচিত সেই ইউএনও আল মামুনের কর্মস্থলে যোগদান করলেন জাকিয়া সুলতানা

0
2

সদরপুর(ফরিদপুর)প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলার আলোচিত ইউএনও আল মামুনের বদলির কারনে আজ ১৫ই ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় সদরপুর উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব গ্রহন করেন জাকিয়া সুলতানা। তার নিকট দায়িত্ব হস্তান্তর করেন সদরপুরের সহকারী কমিশনার ভূমি রুবানা তানজিন। গত ১১ই ডিসেম্বর আল মামুন কে অবমুক্ত করা হলে দায়িত্ব গ্রহন করেন সদরপুর সহকারী কমিশনার (ভূমি)।

সদরপুরে সদ্য যোগদানকৃত ইউএনও জাকিয়া সুলতানা পূর্বে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট (ভূমি অধিগ্রহন) শাখায় কর্মরত ছিলেন।

আল মামুন প্রসঙ্গঃ ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২১ নভেম্বর ২০২৪ তারিখের প্রজ্ঞাপনে আল মামুনকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সদরপুর, ফরিদপুরকে অতিরিক্ত জেলা প্রশাসক গাইবান্ধা হিসেবে বদলি করা হয়। তাঁকে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্ত ১১ডিসেম্বর তারিখ অপরাহ্নে বর্তমান কর্মস্থল সদরপুর থেকে হতে অবমুক্ত করা হয়েছে। ওই ইউএনও’র দায়িত্বভার গ্রহন করেন সদরপুর সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন।

আল মামুনের বিরুদ্ধে গত ৩০নভেম্বর বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘আওয়ামী লীগ ফিরে আসবে’ বলে মন্তব্য করার অভিযোগ তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ওই দিন দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভায় এ অভিযোগ ওঠার পর ইউএনও কে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান।