আকন্দবাড়ীয়ায় সদর ফাঁড়ি পুলিশের মাদক বিরোধী অভিযান
নিউজ ডেস্ক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত নারী মাদকব্যবসায়ী আকন্দবাড়ীয়ার জুলিয়াকে (৩২) আটক করেছে বেগমপুর ফাঁড়ি পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে আকন্দবাড়ীয়া ফার্মপাড়া এলাকায় তার নিজ বসত বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীর বাড়ি থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মাদক ব্যবসার ৬৫ হাজার টাকা উদ্ধার করেছে অভিযানকারী দল। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
জানা গেছে, আকন্দবাড়ীয়ার আলোচিত নারী মাদক ব্যবসায়ী জুলিয়া ও তার মা রাশিদা, খালা হামিদা, ছোট খালা ছোট বুড়ি ও অপর খালা রহিমাসহ তার দুই ছেলের স্ত্রী এরা সকলেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত মাদকব্যবসায়ী। এরা সংশ্লিষ্ট এলাকার মাদক ব্যবসার জাল বিস্তার করে রেখেছে। এরাই মূলত মাদকের স্বর্গ রাজ্য খ্যাত আকন্দবাড়ীয়া এলাকার মাদকের নিয়ন্ত্রক। এরা সকলেই একাধিক মাদক মামলার আসামী। বারবার জেলে গেলেও জেল থেকে বের হয়ে পুনরায় একই পেশায় নিয়োজিত হয়ে পড়ে। এদের দাপটে এলাকার কেও মুখ খুলতে সাহস করে না।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমপুর ফাঁড়ি’র এসআই শফিকুল ইসলামসহ সঙ্গীও ফোর্স আকন্দবাড়ীয়া ফার্মপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার মধু মিয়ার মেয়ে একাধিক মাদক মামলার আসামী এলাকার চিহ্নিত মাদক স¤্রাজ্ঞী জুলিয়াকে তার বসতবাড়ি থেকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীর বাড়ি থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসার ৬৫ হাজার টাকা উদ্ধার করে অভিযানকারী দল। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
এদিকে, আলোচিত চার বোনের মধ্যে বড় দু’বোন মাদক স¤্রাজ্ঞী রাশিদা ও হালিমাকে কয়েকদিন আগে মাদক ও মাদক ব্যবসার প্রায় দেড় লাখ টাকসহ আটক করেছে বেগমপুর ফাঁড়ি পুলিশ। এর কিছুদিন পর ৩৬ বোতল ফেনসিডিলসহ জেলা গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছে তাদেরই ছোট বোন অপর মাদক স¤্রাজ্ঞী ছায়েরা ওরফে ছোট বুড়ি। গতকাল আবার একই এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল ও মাদক ব্যবসার ৬৫ হাজার টাকাসহ রাশিদার মেয়ে একই এলাকার অপর মাদক স¤্রাজ্ঞী জুলিয়াকে আটক করেছে বেগমপুর ফাঁড়ি পুলিশ।