বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

আলোচিত মাদকব্যবসায়ী ছোট বুড়ি আটক : ফেনসিডিল উদ্ধার

চুয়াডাঙ্গার আকন্দবাড়ীয়ায় জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান

নিউজ ডেস্ক:: মাদকের স্বর্গ রাজ্য খ্যাত আকন্দবাড়ীয়ার আলোচিত মাদক ব্যবসায়ী আপন তিন বোনের মধ্যে ছায়েরা ওরফে ছোট বুড়িকে (৩৬) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ৩৬ বোতল ফেনডিডিল উদ্ধার করে অভিযানকারী দল। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। গতকাল মঙ্গলবার রাত অনুমান ১০টার দিকে আকন্দবাড়ীয়া তামালতলা এলাকায় আটককৃত আসামীর নিজ বসত বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এদিকে, আলোচিত তিন বোনের মধ্যে বড় দু’বোন মাদক স¤্রাজ্ঞী রাশিদা ও হালিমাকে কয়েকদিন আগে মাদক ও মাদক ব্যবসার দেড় লাখ টাকাসহ আটক করেছে বেগমপুর ফাঁড়ি পুলিশ। গতকাল ৩৬ বোতল ফেনসিডিলসহ আটক হলো তাদেরই ছোট বোন অপর মাদক স¤্রাজ্ঞী ছায়েরা ওরফে ছোট বুড়ি।
জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি এসআই জসিম উদ্দীনের নেতৃত্বে এএসআই রাজিবুল ও মিতা রানী বিশ্বাসসহ সঙ্গীও ফোর্স আকন্দবাড়ীয়া তামালতলাপাড়ায় আটককৃত’র নিজ বসত বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার আব্দুলের স্ত্রী এলাকার মাদক স¤্রাজ্ঞী হিসেবে খ্যাত একাধিক মাদক মামলার আসামী ছায়েরা ওরফে ছোট বুড়িকে আটক করেন। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে অভিযানকারী দল। পরে আটককৃত আসামীকে ডিবি কার্যালয়ে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
জানা গেছে, মাদকের স্বর্গ রাজ্য খ্যাত আকন্দবাড়ীয়ার মাদক ব্যবসার নিয়ন্ত্রনকারী আপন তিন বোন রাশিদা, হালিমা ও ছায়েরা ওরফে ছোট বুড়ি। মূলত এরাই আকন্দবাড়ীয়ার মাদকের নিয়ন্ত্রক। এরা সকলে একাধিক মাদক মামলার আসামী। বার বার মাদকসহ আটক হয়ে জেলে যাবার পরও আইনের ফাঁক ফোকড় গলিয়ে জেল থেকে বের হয়ে এসেই পুনরায় একই পেশায় জড়িয়ে পড়ে এরা। ফলে আইন শৃঙ্খলা বাহিনীর শত চেষ্টার পরও সংশ্লিষ্ট এলাকার মাদক বেঁচা কেনা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular