ভারতের জনপ্রিয় মুখ অভিনেত্রী হিনা খান। বেশ কিছুদিন ধরেই ক্যান্সারের মতো কঠিন রোগের সঙ্গে লড়াই করছেন তিনি। বলা যায়, তাঁর জীবনের সবচেয়ে বড় যুদ্ধ লড়ছেন অভিনেত্রী। ক্যান্সার আক্রান্ত হওয়ার পরে মাঝেমধ্যেই নিজের জ্বালা-যন্ত্রণার কথা সোশ্যাল মিডিয়ায় ভাগ করেন জনপ্রিয় মুখ হিনা খান।
২০২৪ সালকে জীবনের অন্যতম কঠিন বছর বলে মনে করেন অভিনেত্রী। কখনও তাঁর মনে হয়েছে, এই হয়তো সব শেষ। কখনও আবার নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখেছেন। তবে ক্যান্সার নিয়ে হিনার এত আলোচনা ভালো চোখে দেখছেন না অনেকেই। যে তালিকায় অন্যতম অভিনেতা কমল রশিদ খান ওরফে কেআরকে। হিনার বিষয়টিকে তিনি ‘পাবলিসিটি স্টান্ট’ বলে মনে করছেন।
দিনকয়েক আগে অভিনেত্রী রোজলিনও হিনার ক্যান্সার আক্রান্ত হওয়াকে ‘প্রচারে থাকার কৌশল’ বলে বর্ণনা করেছেন। তাঁর মতে, ‘হিনা যখন বলেছিলেন, ১৫ ঘণ্টা ধরে তাঁর অপারেশন চলেছে, আমি সত্যিই খুব অবাক হয়েছিলাম। শুধু তাই নয়, হাসতে হাসতে অভিনেত্রী কীভাবে অপারেশন রুম থেকে বেরিয়ে এসেছিলেন, সেটাও বড় প্রশ্ন। আমার যতটুকু অভিজ্ঞতা, তাতে এটুকু বলতে পারি, এই অপারেশনে তিন দিনের আগে সেভাবে জ্ঞান আসে না। আমার মনে হয় হিনা খবরে থাকার জন্যই কথাগুলো বলেছেন।’
রোজলিনের মন্তব্যের সঙ্গে সহমত কেআরকেও। তিনি মনে করেন, রোজলিন বাস্তব অভিজ্ঞতা থেকেই হিনা সম্পর্কে কথাগুলো বলেছেন। কেআরকে-র কথায়, ‘ক্যান্সার খুবই কষ্ট দেয় মানুষকে। আর রোজলিন এত গুরুতর সমস্যা নিয়ে বাজে কথা বলবেন না। তাই এই ধরনের অসুস্থতা নিয়ে মিথ্যে প্রচারের মাধ্যমে মনোযোগ আকৃষ্ট করাও ঠিক নয়।’