নিউজ ডেস্ক:
নয়ের দশকে মাধুরী দীক্ষিতের সেই ‘থানেদার’ ছবির ‘তাম্মা তাম্মা’ বলিউড ইতিহাসের অন্যতম জনপ্রিয় একটি গান। সেই গানটি নতুনভাবে আবার ফিরে এল দর্শকের মাঝে। তবে এবার গানটির সঙ্গে তাল মেলালেন আলিয়া ভাট আর বরুণ ধাওয়ান। আগামী ১০ মার্চ মুক্তি পাবে তাদের ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ ছবিটি। সেই ছবিতেই দেখা যাবে গানটি।
নয়ের দশকে গানটি গেয়েছিলেন বাপ্পি লাহিড়ী আর অনুরাধা পাড়োয়াল। নতুন করে গানটি তৈরি করলেন তানিষ্ক বাগচি। আর র্যাপ অংশটি গেয়েছেন বাদশাহ। এবার এই গানে কণ্ঠ দিয়েছেন আমিন সায়ানি। করণ জোহর পরিচালিত ছবির ট্রেলারের সঙ্গেই দেখা যাচ্ছে গানটি। তবে পুরো গান প্রকাশের আগে দুটি ছোট ভিডিও পোস্ট করা হয়েছে টুইটারে।
একটি ভিডিওতে আলিয়া আর বরুণকে নাচ শেখাচ্ছেন খোদ মাধুরী। আর একটিতে তাদের সঙ্গে গানের প্রচারে আছেন সঞ্জয় দত্ত। ‘থানেদার’ ছবির নায়ক ছিলেন তিনি। সঞ্জয় অবশ্য অবশ্য উদার মনেই সার্টিফিকেট দিয়ে জানিয়েছেন, আলিয়া–বরুণ একেবারে ‘ম্যাজিক’।