বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

আলিয়া ভাট এবার ‘চালবাজ’ নায়িকা!

নিউজ ডেস্ক:

বলিউডের রিমেক ছবি জুড়ুয়া ২-এর সাফল্যের পর ফের একই পথে হাঁটতে চলেছেন ডেভিড ধাওয়ান।

১৯৮৯ সালে মুক্তি পাওয়া পঙ্কজ পরাশর পরিচালিত এবং শ্রীদেবী অভিনীত সুপারহিট ছবি চালবাজ-কে এবার নতুন রূপে দর্শকদের সামনে আনতে চলেছেন কিং অফ কমেডি।

আর শ্রীদেবী অভিনীত যমজ বোনের ভূমিকায় পরিচালকের প্রথম পছন্দ অবশ্য আলিয়া ভাট।

আলিয়া ভাট সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, ‘ডেভিড স্যারের কাছে যখন জুড়ুয়া-র পরের সিক্যুয়েলে কাজ চাই তখন তিনি আমাকে বলেন আমার জন্যে তিনি জুড়ুয়া ৩-এর থেকে আরও ভালো ছবির কথা ভেবেছেন।

কিছুদিন পর এই নিয়ে তাঁকে আবার বলায় তিনি বলেন, জুড়ুয়া ৩ নয়, চালবাজে তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পাবো আমি! এমন সুযোগ কি হাতছাড়া করা যায় বলুন। ’ তবে এ বিষয়ে ডেভিড ধাওয়ানের সঙ্গে একমত চালবাজের নায়িকা শ্রীদেবীও। তিনিও এক কথায় স্বীকার করেছেন যে তাঁর অভিনীত দ্বৈত চরিত্রে একমাত্র মানাবে আলিয়া ভাটকে। আলিয়া ছাড়া আর কাউকে তিনি নাকি এই চরিত্রের জন্যে ভাবতেই পারছেন না।

এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি ডেভিড ধাওয়ান। ছবির শ্যুটিং কবে থেকে শুরু তা এখনো জানা যায়নি। তেমনই জানা যায়নি আলিয়ার বিপরীতে এই ছবিতে কোন দুই নায়ককে দেখা যাবে।
তবে পর্দায় যমজ বোন অঞ্জু ও মঞ্জুকে দেখা যে এখন শুধুই সময়ের অপেক্ষা তা বলা যেতেই পারে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular