আলমডাঙ্গাবাসীর দাবির মুখে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের চারপাশে ৭ ফুট প্রাচীর নির্মাণের পরিকল্পনা স্থগিত করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় জনগণ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জোরালো দাবি জানিয়েছেন, শহীদ মিনারের চারপাশে এসএস পাইপ দিয়ে ৪ ফুটের দৃষ্টিনন্দন প্রাচীর নির্মাণ করতে, যাতে বাইরে থেকে আলমডাঙ্গার অন্যতম স্থাপত্য কেন্দ্রীয় শহীদ মিনার দর্শনার্থীরা দেখতে পারে। ৭ ফুট উচ্চতার প্রাচীর নির্মাণ করা হলে এটি সম্ভব হতো না।
স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে আলমডাঙ্গা উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম সরেজমিনে শহীদ মিনার পরিদর্শন করেন এবং এলাকাবাসীর দাবি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, সরকারি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, সহকারী প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন ও সিনিয়র শিক্ষক জয়নাল আবেদিনসহ সিনিয়র শিক্ষকমণ্ডলী।
এছাড়াও উপস্থিত ছিলেন সম্প্রতি বন্যার্তদের ত্রাণ বিতরণ কমিটির যুগ্ম আহ্বায়ক খন্দকার মাহবুবুল করিম চঞ্চল, ব্যায়ামাগার উদ্ধার ও সংরক্ষণ কমিটির আহ্বায়ক ইকবাল হোসেন, আলমডাঙ্গা উপজেলা বিএনপি নেতা রেজাউল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম, সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক ও ব্যায়ামাগারের বক্সিং প্রশিক্ষক সাইদ হিরন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুন, তাইফু, হাসিবুল প্রমুখ।