বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

আলমডাঙ্গায় ৪ মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা

নিউজ ডেস্ক:আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদক ব্যবসায়ী ও সেবীকে বিভিন্ন মেয়াদে জরিমানাসহ কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল বিকেলে নির্বাহী অফিসার (ইউএনও) মো. লিটন আলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা যায়, গতকাল আলমডাঙ্গা থানা-পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে শহরের স্টেশন এলাকা থেকে দুজন মাদক ব্যবসায়ী ও দুজন সেবীকে আটক করে। পরে থানা-পুলিশ ৪ মাদক ব্যবসায়ী ও সেব কে আটকের ঘটনা ইউএনওকে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে জরিমানাসহ কারাদন্ডাদেশ প্রদান করেন। এদের মধ্যে আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর মন্ডলপাড়ার জিন্নাহ আলীর ছেলে মাদক ব্যবসায়ী শাহেদ রেজা তুহিনকে (৩২) এক বছর, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মজিবর রহমানের ছেলে কলম আলীকে (৩১) ৪ মাস কারাদন্ডাদেশ প্রদান করেন এবং মাদক সেবনের দায়ে আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের ঈমান আলীর ছেলে মকছেদ আলী (২৮) ও একই গ্রামের আফাজ উদ্দীনের ছেলে ওমর আলীকে (৪৫) ১ হাজার টাকা করে ২ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular