বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

আলমডাঙ্গায় শিক্ষকের হাতে শিক্ষক জখম!

নিউজ ডেস্ক:আলমডাঙ্গা বড় গাংনীর বন্দর ভিটা গ্রামে আল-হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের হাতে অন্য আরেক শিক্ষক আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে। আহত স্কুল শিক্ষক আলমডাঙ্গা উপজেলার বড় গাংনী গ্রামের মনসুর আলীর ছেলে ও বন্দর ভিটা আল-হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক (৫০)। জানা যায়, একই স্কুলের শিক্ষক সাইদুর রহমান প্রায় দিনই দেরিতে স্কুলে আসেন। এ বিষয়ে স্কুল সভাপতির নিকট ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক অভিযোগ করলে অভিযুক্ত শিক্ষক সাইদুর রহমান রাগান্বিত হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বাকবিত-ার একপর্যায়ে উত্তেজিত হয়ে মারধর করেন। এতে প্রধান শিক্ষক এনামুল হকের মাথায় আঘাত লেগে তিনি গুরুত্বর জখম হন। পরে স্কুলের অন্য শিক্ষকেরা আহত প্রধান শিক্ষক এনামুল হককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে নিয়ে ভর্তি করলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন।
এ বিষয়ে বন্দর ভিটা আল-হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হকের পরিবারের পক্ষ থেকে মামলার করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular