বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

আলমডাঙ্গায় বিএনপি-জামায়াতের নেতাসহ আটক ১৫

নিউজ ডেস্ক:আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২ নেতাসহ ৪ জন মাদকসেবী এক চোর ও বিভিন্ন মামলার মোট ১৫ জনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা থানার এসআই সুফল, এসআই আতিয়ার রহমান, এসআই লিয়াকত, এসআই গিয়াস, এস আই ওলিয়ার, এসআই শহীদ, এস আই সাজেদুর, এএসআই জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ আলমডাঙ্গা আনন্দধামের ওমর ফারুকের ছেলে মাদকসেবী রুবেল, এরশাদ গ্রামের আফতাবের ছেলে মতিয়ার, আনন্দধামের মনিরুজ্জামানের ছেলে মাদকসেবী মকলেছুর রহমান টোকন ও কালিদাসপুরের মৃত জালাল উদ্দিনের ছেলে মাদকসেবী শফিউল্লাকে আটক করেছে। এছাড়াও লক্ষীপুর গ্রামের হাসিবুলের স্ত্রী স্বপ্না খাতুন, গোবিন্দপুর গ্রামের আনসার আলীর ছেলে লালন, লক্ষীপুর গ্রামের আকিম উদ্দিনের ছেলে হাসিবুল ইসলাম, একই এলাকার কাদের আলীর ছেলে বাদশা, রাইলক্ষীপুর গ্রামের আহসান আলীর ছেলে মিজানুর রহমান একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আহসান আলী, কুলপালা গ্রামের জিনারুলের ছেলে সুজন, একই গ্রামের মিরাজ উদ্দিন মল্লিকের ছেলে জিনারুল ও কুষ্টিয়া সদর উপজেলার খয়েরপুর গ্রামের আসলাম শেখের ছেলে ছাগল চোর হাফিস শেখকে (২৪) আটক করেছে। তাদের সংশ্লিষ্ট মামলায় গতকাল চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করেছে। এছাড়াও আলমডাঙ্গা থানার এসআই আশিক ও এসআই শফিকুল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বেলগাছী ইউনিয়নের ফরিদপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে জামায়াত নেতা লিটন মিয়াকে (৫০) আটক করে। অন্যদিকে, আলমডাঙ্গা পাঁচকমলাপুর গ্রামের মৃত ইমরুল শেখের ছেলে বিএনপি নেতা হাবিবুর রহমানকে (৪০) নাশকতার মামলায় আটক করেছে। গতকালই তাদের চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular