রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

আলমডাঙ্গায় ট্রেনের ধাক্কায় প্রাণ হারলেন ধাক্কায় যুবক নিহত

নিউজ ডেস্ক:আলমডাঙ্গায় ট্রেনের ধাক্কায় প্রাণ হারলেন বিদ্যুত মোল্লা (২০) নামের এক যুবক। নিহত বিদ্যুৎ মোল্লা আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের বাড়াদী গ্রামের আকরাম মোল্লার ছেলে।

গত মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে মীর আবেদা স্কেলের সামনে রেল লাইনের ওপর এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, রেললাইনের ওপর বসে মোবাইল ফোনে ফ্রি-ফাইয়ার গেমে মত্ত থাকাকালীন সময় পিছন দিক থেকে ছুটে আশা রাজশাহী টু খুলনা অভিমুখী দ্রুতগামী কপোতাক্ষ এক্সপ্রেসের ট্রেনটি তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়।

পারিবারিক সূত্রে জানা যায়, বিদ্যুত মোল্লা মীর আবেদা স্কেলের কর্মচারী। ট্রেনের ধাক্কায় গুরুতর জখম অবস্থায় স্থানীয় জনগণ ও পরিবারের সদস্যরা তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতির হলে পরিবারের সদস্যরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার ভোর পাঁচটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular