বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মর্মান্তিক মৃত্যু

নিউজ ডেস্ক:আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মধুমালা খাতুন (২৫) নামের এক গৃহকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার নওদাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মধুমালা খাতুন একই উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত আরজেত আলীর মেয়ে। এ ঘটনায় হাবিবুর রহমান নামের এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মধুমালা খাতুন (২৫) নামের এক গৃহকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার নওদাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মধুমালা খাতুন একই উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত আরজেত আলীর মেয়ে। এ ঘটনায় হাবিবুর রহমান নামের এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শুক্রবার সকালে জগন্নাথপুর গ্রামের হাবিবুর রহমানের মোটরসাইকেলযোগে আলমডাঙ্গায় আসছিলেন মধুমালা খাতুন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক হাবিবুর রহমান ও মধুমালা খাতুন। তাঁদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মধুমালা খাতুনকে মৃত ঘোষণা করেন। আহত হাবিবুর রহমানকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Similar Articles

Advertismentspot_img

Most Popular