আপনাদের জন্য কিছু করতে পারলে খুশি হই
নিউজ ডেস্ক:আলমডাঙ্গার প্রায় ৫ শ হতদরিদ্র শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল সোমবার বিকেলে আলমডাঙ্গা থানা চত্বরে আলমডাঙ্গা থানা-পুলিশের আয়োজনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমানের সভাপতিত্বে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, ‘আমি সমাজের কাছ থেকে অনেক কিছু পেয়েছি, কিন্ত সমাজ ও সমাজের মানুষের জন্য কিছু করতে বা দিতে পারিনি। তাই আপনাদের মতো মানুষ, যাঁদের রক্ত ঘামানো অর্থ দিয়ে আমাদের বেতন, তাঁদের জন্য কিছু করতে পারলে খুশি হই। স্বাধীনতার ৪৯ বছর পার হয়েছে। আপনারা জানেন, আমরা এবার প্রতিজ্ঞা করেছি, মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার। তাই জনতার মধ্যে আমাদের সম্পর্কে যে ধারণা ছিল, আমরা সেই ধারণা পাল্টে দিতে বদ্ধ পরিকর।’ তিনি আরও বলেন, ‘সমাজের বিত্তবানেরা যদি এসব হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ান, তাহলে সমাজে এত সমস্যা হত না।’
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল ইসলাম আজম, আলমডাঙ্গা বণিক সমিতির সম্পাদক হাজি মীর শফিকুল ইসলাম ও আল ইকরা ক্যাডেট একাডেমির অধ্যক্ষ এনামুল হক। ওসি (তদন্ত) গাজী শামিমের উপস্থাপনায় অন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন পুলিশের উপপরিদর্শক (এসআই) জুয়েল, এসআই হেলেনা, এসআই শাহিন, এসআই মোস্তফা, এসআই রহিম, মজিবর রহমান আচ্চু, সাংবাদিক রহমান মুকুল প্রমুখ।