বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

আলমডাঙ্গায় জামায়াতের ৬ নেতাকর্মি আটক

নিউজ ডেস্ক:আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নাশকতা পরিকল্পনার অভিযোগে ৬ জনকে আটক করেছে। গতকালই আটককৃতদেরকে সংশ্লিষ্ট মামলায় জেলহাজতে প্রেরণ করেছে। জানা গেছে, এসআই আশিক সঙ্গীয় ফোর্স নিয়ে থানা অফিসার ইনচার্জ (ওবি) আবু জিহাদ ফখরুল আলম খানের নির্দেশে মোড়ভাঙ্গা গ্রামের মৃত খোদাবক্সের ছেলে জামায়াত নেতা বজলুর রহমান, মাধবপুর গ্রামের মৃত খেদালি ম-লের ছেলে জামায়াত নেতা আনিচুর রহমান, ভেদামারি গ্রামের মৃত তোফাজ্জেল মুন্সির ছেলে জামায়াত নেতা রেন্টু মুন্সি, ফুলবগাদী গ্রামের মৃত এবাদত আলীর ছেলে জামায়াত নেতা আজাহার আলী, হাড়গাড়ি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে থানা জামায়াতের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ও হারদী গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে বিএনপি নেতা নুর ইসলামকে আটক করেছে। এরা সকলেই বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনাকারী, এদের বিরুদ্ধে নাশকতার মামলা আছে। গতকালই তাদের চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরন করা হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular