আলমডাঙ্গার মাদক ব্যবসায়ী আটক, ফেনসিডিল উদ্ধার

0
30

নিউজ ডেস্ক:আলমডাঙ্গার মোড়ভাঙ্গা বাজারে ৮ বোতল ফেনসিডিলসহ রকিবুল হাসান সেতু নামের এক মাদক ব্যবসায়ীসহ দুজনকে আটক করে থানা-পুলিশ। পরে মাদক ব্যবসায়ী সেতুর সঙ্গে আটক মোড়ভাঙ্গা গ্রামের হাবলু রহমানের ছেলে সাকিবকে মাদকের সাথে সম্পৃক্ততা না থাকায় মুচলেকায় তাকে মুক্তি দেয় পুলিশ। জানা যায়, গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা থানা-পুলিশের এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মোড়ভাঙ্গা বাজারের বিজয়ের চায়ের দোকানে অভিযান পরিচালনা করেন। এসময় মোড়ভাঙ্গা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রকিবুল হাসান সেতু ও হাবলু রহমানের ছেলে সাকিবকে আটক করে পুলিশ। পরে সেতুর কাছ থেকে ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ এবং মাদকের সাথে সম্পৃক্ততা না থাকায় সাকিবকে মুক্তি দেওয়া হয়। এ ঘটনায় রাকিবুল হাসান সেতুর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।