বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

আলমডাঙ্গার বন্দরভিটায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের অভিযোগ!

নিউজ ডেস্ক: আলমডাঙ্গার গাংনী ইউনিয়নের বন্দরভিটা গ্রামে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন সাহেবকে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছে মুক্তিযোদ্ধা রুহুল আমিন। বন্দরভিটা গ্রামের মৃত দিয়ান ম-লের ছেলে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন অভিযোগ করেন, অত্র গ্রামের মৃত খবির উদ্দীনের ছেলে গাংনী ইউপি সাবেক সদস্য নুরুল ইসলাম ও কতিপয় লোক তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বলেন- দেশ স্বাধীনের ৪৭ বছর পরে, কতিপয় মানুষ আমাকে লাঞ্চিত করে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি কি এমন দোষ করেছি তাদের। আমাদের মহল্লা থেকে ১ কিলোমিটার দূরে মসজিদ ঘর, আমরা এই মহল্লার ৫৮ ঘর মুসলমান মিলে আজ থেকে ১৫ বছর আগে মহল্লায় খাসজমিতে মক্তব নির্মাণ করে সেখানে ওয়াক্ত নামাজ আদায় করি। আর জুম্মার দিনে মহল্লাবাসী আমরা গ্রামের বড় মসজিদে নামাজ আদায় করি। কিন্তু মক্তবটি খোলামেলা থাকায় আমরা মক্তবটি মেরামত করতে কাজ শুরু করলে গ্রামের কতিপয় মানুষ তা বাধা দেয় এবং আমাদের নামে ইউনিয়ন পরিষদে মামলা করে। বড় গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করে।
এবিষয়ে ইউনিয়ন পরিষদ ও পুলিশ তদন্ত কেন্দ্র থেকে বিষয়টি খতিয়ে দেখেছেন। তবে গ্রামের কিছু মানুষ বলেন বীর মুক্তিযোদ্ধাকে গ্রামের কিছু সংখ্যক মানুষ প্রাণনাশের হুমকি দেয় ও তার বসতবাড়ি ভেঙ্গে দেয়ার কথা বলেছে।
এবিষয়ে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গতকাল বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছে। গতকাল বিকাল ৫টার দিকে থানা থেকে সঙ্গে ফোর্স নিয়ে ঘটনাস্থল পরির্দশন করেন এসআই তহিদুর রহমান।

Similar Articles

Advertismentspot_img

Most Popular