গৃহবধূকে অজ্ঞান করে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট!
চুয়াডাঙ্গা প্রতিনিধি:আলমডাঙ্গার উপজেলার নতিডাঙ্গায় দিনদুপুরে “ফিল্ম স্টাইলে” পানি খাওয়ার কথা বলে গৃহবধূর গলায় ছুরি ধরে কাধে অজ্ঞানের ইঞ্জেকশন পুশ করে নগদ ২৭ হাজার টাকাসহ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে একদল দূর্বৃত্ত। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নতিডাঙ্গা গ্রামের মাঠপাড়ায় রিপনের স্ত্রী সিমা খাতুনের সাথে ঘটনা ঘটে।জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা মাঠপাড়ার রিপনের স্ত্রী সিমা (২৮) প্রতিদিনের ন্যায় নিজ বাড়িতে রান্না করছিলো। এমতাবস্থায় অপরিচিত দুইজন ব্যক্তি বাড়ির মধ্যে পানি খাবারের কথা বলে প্রবেশ করে। সিমা পানি দেওয়ার জন্য ঘরে প্রবেশের সময় পিছু থেকে সিমার গলায় ছুরি ধরে। আলমারির ডয়ারে ও প্যান্টের পকেটে থাকা ২৭ হাজার টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় দূর্বৃত্তরা। এসময় ঘরের বাইরে থাকা প্যান্টের মধ্যে ১০ হাজার টাকা নেওয়ার চেষ্টাকালে সিমা চিৎকার করলে দূর্বৃত্তরা তার কাধে অজ্ঞানের ইনঞ্জেকশন পুশ করে সিমাকে অজ্ঞান করে সটকে পড়ে দূর্বৃত্তরা। ঘটনার খবর পেয়ে গতকাল সকালেই ঘটনাস্থল পরিদর্শন করে মুন্সিগঞ্জ ফাড়ি পুলিশ।মুন্সিগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ আলমঙ্গীর হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছেছি। অপরাধীদের আটকে অভিযান চলছে।