আলমডাঙ্গায় কৃষকের ৩৫০টি কলাগাছ কর্তন

0
3

আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় কৃষকের ৬৭ শতক জমির ৩৫০টি কলাগাছ কেটে তছরুপ করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১টার দিকে ভাংবাড়ীয়া ফেরিঘাটপাড়া সুইচগেট সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে। গতকালই ভুক্তভোগী কৃষক শরিফুল ইসলাম এ ঘটনায় আলমডাঙ্গা থানায় উপস্থিত হয়ে তিনজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভাংবাড়ীয়া ঈদগাহপাড়ার মৃত আহম্মদ মোল্লার ছেলে আহার আলী মোল্লা (৪০), মৃত সমজার মোল্লার ছেলে শুকনাল মোল্লা (৫৫) এবং শুকনাল মোল্লার ছেলে মারিফুল মোল্লা জোরপূর্বক জমিতে প্রবেশ করে কলাগাছগুলো কেটে দেয়।

শরিফুল ইসলাম বলেন, ‘আমার মেজো ভাই রফিকুল ইসলাম বাধা দিলে বিবাদীরা তাকে মারধরের হুমকিও দেয়। এতে আমার অন্তত ২৮ হাজার টাকার ক্ষতি হয়েছে। বিচার পেতে থানায় অভিযোগ দায়ের করেছি।’