নিউজ ডেস্ক:
আর্মেনিয়ার দ’খ’ল থেকে কারারাখের ২৩ এলাকা মু’ক্ত করেছে আজারবাইজানের সেনাবা’হি’নী। সোমবার তুরস্কের প্রতির’ক্ষা মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। বি’ত’র্কিত নাগোরনো-কারাবাখ নিয়ে ২৭ সেপ্টেম্বর থেকে প্রতিবেশী দুই দেশ আর্মেনিয়া ও আজারবাইজান যু’দ্ধে জাড়িয়ে পড়ে।
আর্মেনিয়ার বা’হি’নী আজারবাইজানের বসতি ও সাম’রিক ঘাঁ’টিতে হা’মলা করলে দুই দেশ ভ’য়াব’হ যু’দ্ধে জড়িয়ে পড়ে। আঙ্কারার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজারবাইজানের বিশ্বস্ত সূত্রের ত’থ্য মতে সর্বমোট ২২ অধি’কৃত বসতি মুক্ত করেছে বাকু। তাদের অধিকৃত অঞ্চলগুলো পুনঃদাবি করে আজারবাইজানের সেনাবা’হি’নী অভিযান পরিচালনা করছে। আজারি প্রতির’ক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বেলাগান, বারডা, টার্টার শহরে ক্ষে’পণা’স্ত্র হা’মলা চালিয়েছে আর্মেনিয়া।